নিজস্ব প্রতিবেদকঃ
শীতকালে গরীব দুঃখি মানুষের দূর্ভোগ কমাতে “টিম রেড এন্ড গ্রীন” এর উদ্যোগে ৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার রাতে রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং, আব্দুল্লাপুর, রাজলক্ষ্মী, জম জম টাওয়ার সহ উত্তরার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি।
বিজয়ের মাস থেকে এ উদ্যোগটির নাম দেয়া হয়েছে “project শীতের বিজয়”। তাদের এ কর্মসূচী ফেব্রুয়ারীর আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একবার পালন করা হবে বলে জানান, সংগঠনটির মূখপাত্র তাফসিরুল ইসলাম।
রেড এন্ড গ্রীন ফাউন্ডেশনের প্রধান মূখপাত্র তাফসিরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম সদস্য সিয়াম এ খান, আরিয়ান মাসুদ,তাশাউল আলম।
শীতবস্ত্র বিতরণ কালে তাফসিরুল ইসলাম বলেন,এসব গরীব – দুঃখি মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুরা সমাজে অবহেলার শিকার।তারা অনেক সময় বিপদগামী হয়ে পড়ে। তবে সুবিধা বঞ্চিত শিশুদের সঠিক দেখভাল করলে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
সংগঠনটির সদস্য সিয়াম এ খান বলেন,তারা শীতে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায়। শীতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তাই আমরা তাদের মাঝে শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এর আগে বিজয়ের মাসে কয়েকশত কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি। রেড এন্ড গ্রীন ফাউন্ডেশন এর যাত্রা শুরু হয় ২০১১ সালে। মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। যাত্রাকাল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন সংগঠনটির সদস্যরা।
এছাড়া মহামারী করোনা কালীন সময়ে অসহায় ও খেঁটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পরশ,শুভ,অপু,মোবারক,সুলাইমান,হোসেন, মিথুন, পলক,রিয়াদ,নাজমুল,আলামিন সহ অন্যান্য সদস্যরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply