সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’ ছবিটি ভারতের পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী শুক্রবার ছবিটি মুক্তি।
এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে।
এর আগে যৌথ প্রযোজনায় ‘ইয়েতি অভিযান’ নির্মিত হচ্ছে জানা গেলেও নির্মাণের মাঝে যৌথ প্রযোজনা থেকে সরে আসে জাজ মাল্টিমিডিয়া। তবে এ ছবিটি আমদানি করার পাশাপাশি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
জাজের কর্ণধার আবদুল আজিজ জানান, সাফটা চুক্তির নীতিতে ‘ইয়েতি অভিযান’-এর বিপরীতে কলকাতায় যাচ্ছে শাকিব খান-বুবলীর ছবি ‘বসগিরি’। তবে ‘বসগিরি’ ছবিটি কবে কলকাতায় মুক্তি পাবে সেটি এখনো জানা যায়নি। ‘ইয়েতি অভিযান’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছি। আশা করি, ছবিটি বাংলাদেশের দর্শক পছন্দ করবেন।
এদিকে সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু জানান, গত ২৯শে অক্টোবর ‘ইয়েতি অভিযান’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়ে। গত সপ্তাহে সেন্সর সনদ দেওয়া হয়েছে।
এই ছবি মুক্তিতে কোনো বাধা নেই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply