নিজস্ব প্রতিবেদকঃ
শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ বছর দ্বিতীয়বারের মত এই দিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন করা হয়।
১৮ অক্টোবর ২০২২ শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি:) এঁর নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপ-পরিচালক, কাজী মোরছালিন, সহকারী পরিচালক- উথোয়াইনু চৌধুরী, মোঃ মোবারক হোসেন, লিটন বিস্বাস, মোটরযান পরিদর্শক- মোঃ নাজমুল হাসান, মোঃ লাভলু সিকদার সহ সে সময় অফিসের আরো অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
এ ছাড়া জাতীয়ভাবে সারা দেশে একযোগে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন হচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply