চন্দন ভট্টাচার্য্য, রূপসা প্রতিনিধি :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় কেউ অনাহারে থাকবে না। করোনাকালীন সময়ে লকডাউনকালীন সময়ে যুবসমাজ যাতে মাদকের দিকে আসক্ত বা ধাবিত না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সজাগ থাকতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠন সালাম মূর্শেদী সেবা সংঘের মাধ্যমে রূপসা তেরখাদা দিঘলিয়ার করোনাকালীন ও লকডাউনকালীন সময়ে দুঃস্থ এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদানসহ স্বাস্থ্যসেবা অব্যহত থাকবে।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকার সকল বিত্তশালীদের করোনায় আক্রান্ত এবং করোনাকালীন সময়ে কর্মহীন খেটে খাওয়া মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান।
২৮ জুন সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভায় জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূবাইয়া তাছনিম। বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল,সাধন কুমার অধিকারী, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,সৈয়দ মোর্শেদুল আলম বাবু, এসএম হাবীব,বিনয় যুবলীগ নেতা আজিজুল হক কাজল, বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply