মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক সরকারি কর্মকর্তার কোটি কোটি টাকার নামে বেনামে সম্পদের পাহাড় তুরাগে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্য পূবাইলে সমবায় অফিসে দুর্ধর্ষ চুরি বনানী পুলিশ ফাঁড়ির নিকটেই অবৈধ ফুটপাতের দোকান, নেপথ্যে ইন্সপেক্টর একরামের আতাত বাজেট ডিব্রিফিং সেশন সংসদ সদস্যগণকে বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে : স্পীকার বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়তে জনসচেতনতার কোন বিকল্প নেই : সাতক্ষীরা জেলা প্রশাসক কালিহাতীতে মাদ্রাসার ভূমি জবরদখল : উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার  : তথ্যমন্ত্রী মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ: ২ মামলা, আসামি সহস্রাধিক

শেখ হাসিনা সরকার উলামা-মাশায়েখ বান্ধব সরকার : সালাম মূশের্দী এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২২ Time View

 

 

খুলনা প্রতিনিধিঃ

 

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উলামা-মাশায়েখ বান্ধব সরকার।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছে যেখানে সবার সমান অধিকার রয়েছে।

বাংলাদেশে একক ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ এখানে বসবাস করছে। সকল ধর্মীয় বিশ্বাসের কল্যাণের জন্য কাজ করছেন সরকার।

তিনি আরো বলেন, মসজিদ ভিত্তিক শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করে, তখন হিন্দুদের মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে একইভাবে শিক্ষার ব্যবস্থা করে এবং করে চলেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এটা আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা এটি নির্মাণ করতে চাই। সরকার সবসময় সবার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে দেশের সব মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।

খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জুম কনফারেন্সে এসব কথা বলেন।

বুধবার ৫ এপ্রিল বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম আব্দুল হালিম খান,ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সোনালী ব্যাংক ম্যানেজার অসিত কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি বাবলু কুমার আশ, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান।

ক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ এর সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শেখ, আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক নাজমুল আলম পারভেজ, এডভোকেট ও কলামিষ্ট মো: রায়হান আলী, বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মোড়ল, ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল,
শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম শাহ নেওয়াজ কবীর টিংকু, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ হেলাল, ঘাটভোগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, ইউপি সদস্য ইনতাজ মোল্লা, মাওলানা আবু সালেহ, আ: কুদ্দুস, স্বপ্না রানী পাল, হাসনা হেনা, ক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক নাহিদ জামান, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য ইউসা মোল্লা ডা: খান মোঃ শফিকুল ইসলাম, মিলন সাহা, ইউসুব শেখ, বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়