এনামুল হাসান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঃ
শ্রমিকদের ঘামে ও পরিশ্রমের বিনিময় অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। যেখানে উন্নয়ন সেখানে শ্রমিকদের প্রয়োজন হয়। স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের অনেকেই শ্রমিক ছিল। শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে নিজের ও দেশের উন্নয়নের বিশেষ ভূমিকা রাখছে। শেখ হাসিনা শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। আগে যারা ক্ষমতায় ছিল তারা শুধু শ্রমিকদের সাথে প্রতারণা করেছে তাদের ব্যক্তিগত ফায়দা নেয়ার জন্য। শেখ হাসিনার সরকার শ্রমিকদের দুঃখ-কষ্ট বুঝে বলেই তাদের বেতন বৃদ্ধি করে তাদের শ্রমের মূল্য দিয়ে যাচ্ছেন। এখন ৫শত টাকার নিচে কোনো দৈনিক শ্রমিক পাওয়া যায় না। আগে শ্রমিকদের ছেলেমেয়েরা টাকার অভাবে লেখাপড়া করতে পারতো না। বর্তমান সরকার শ্রমিক ছেলেমেয়েদের জন্য লেখাপড়ার খরচ দিয়ে যাচ্ছেন। কালীগঞ্জের মিলগুলো খুব সুন্দরভাবে চলছে। এলাকায় বেকার সমস্যা দূর হচ্ছে। আমি অঙ্গীকার করেছিলাম, মসলিন কটন মিল খুলে দিবো । আমি কথা রেখেছি। শ্রমিকদের পাওনা টাকা দুই কিস্তিতে দেয়া হয়েছে। শ্রমিকদের টাকা সরকারের কোষাগারে রয়েছে। বাকি টাকা দুই কিস্তিতে দেয়া হবে। শ্রমিকদের হক আমি মারিনি এবং মারবো না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, শ্রমিকদের পাওনা টাকা আমি চুমকিই পারবো তাদের হাতে তুলে দিতে। বন্ধ মিলগুলো খোলার কেউ চেষ্টা করেনি। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্তি করে যাচ্ছে। আমার শরীরে কোনো বেইমানির রক্ত নেই। আমি শহীদ ময়েজউদ্দিনের কন্যা। আমার বাবা যেমন গরীব-দুঃখি ও শ্রমিকদের কথা ভেবে মানুষের ও দেশের জন্য জীবন দিয়েছে। তার কন্যা হয়ে আমি শ্রমিকদের সাথে বেইমানি করতে পারবো না এবং কখনো করবো না। মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে কালীগঞ্জ বাসস্ট্যান্ড আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে শ্রমিক সমাবেশটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার শ্রমিক লীগের সাধারন সম্পাদক কাজী মেরাজুল কবির হামিম। এই সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক লীগের সহ-সাধারন সম্পাদক সৈয়দ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও কামালউদ্দিন দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও এবিএম তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, প্রচার সম্পাদক আমজাদ হোসেন স্বপন, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, যুব বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, কালীগঞ্জ পৌর শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলী কালু, পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রী ৩৫ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
ছবির ক্যাপশন ঃ অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply