আব্দুল্লাহ আল মামুন :
টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বন্যাকবলিত মানুষদের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনা বন্যাদূর্গত মানুষের দূর্ভোগ নিরসনে সর্বাত্তক কাজ করে যাচ্ছেন। দূর্যোগ মোকাবেলায় তিনি সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। ইতি মধ্যে তিনি বিভিন্ন অঞ্চলে বন্যাকবলিত মানুষের কাছে গিয়ে নিজের হাতে ত্রাণ বিতরন কার্যক্রম শুরু করেছেন। তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজ তারই নির্দেশে সারা দেশে ত্রাণ সামগ্রী দ্রুত পৌছে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আমি যেন শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে সেবক হিসেবে সব সময় থাকতে পারি। আল্লাহ উপর ভরসা রাখুন, আমরা আপনাদের পাশে আছে। আজ সদর উপজেলার কাকুয়া ও মামুদনগর ইউনিয়নে ত্রাণ বিতরনের সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন এছাড়াও অসহায় মানুষের সাথে তাদের দুঃখ দূর্দাশা নিয়েও কথা বলেন। এসময় সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ ও মামুদনগর ইউনিয়নের গোলচত্তর এবং সোনামাইঝাইল গ্রামে প্রায় ১৫ শতাধিক দুর্গত মানুষের হাতে ত্রানের প্যাকেট তুলে দেয়া হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, বিস্কুট, সাবান, সেমাই, চিনি, দুধ খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট। আরোও উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদ টাঙ্গাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদিজুজ্জামান ফারুক সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেত্ববৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply