আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান দিয়ে থাকেন। কেননা শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুন্ন রাখতে তিনি সব সময় সজাগ থাকেন।
তিনি বলেন, এদেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সবার দেশ। তাই এটা মনে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার স্বপ্ন দেখেছিলেন। এজন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
সাম্প্রতিক সময়ে সেই একাত্তরের রাজাকারের প্রেতাত্মারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। তাদের যেভাবেই হোক দমন করা হবে। শনিবার ১৯ ডিসেম্বর পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেন প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply