মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মরিয়মনগর খ্রীষ্টান ধর্মপল্লীতে নতুন গীর্জা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
৯ অক্টোবর রোববার সেন্ট জর্জ নামে এ গির্জা ঘর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইউএসএ’র হলি ক্রস মিশন সেন্টার এর পরিচালক ফাদার টমাস একার্ট সিএসসি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ হলিক্রস ফাদার সম্প্রদায় এর প্রদেশ পাল ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি, মরিয়ম নগর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল ডেভিড দাস সিএসসি, ফাদার শংকর সিএসসিসহ স্থানীয় ধর্মপল্লীর অন্যান্য কর্মকর্তা, আদিবাসী খ্রীষ্টান নেতৃবন্দ ও মারিয়মনগর মিশনীয় সদস্যবৃন্দ। ইউএসএ’র হলিক্রস মিশন থেকে এ গীর্জা ঘর নির্মাণের অর্থ বরাদ্দ করা হবে বলে স্থানীয় মরিয়মনগর মিশন কর্তৃপক্ষ জানায়।
Leave a Reply