মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুরের পল্লীতে অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। পরে সন্ধ্যায় মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ির পেছনের একটি জাম গাছের ডালে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান এলাকার কয়েকজন লোক। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও ফুল হাতা জামা ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল শুক্রবার সন্ধ্যায় প্রাণের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গাছের ডালের সঙ্গে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply