নার্গিস আক্তার :
অনেকে বলে গরীবের আল্লাহ নেই। রাজধানীর উত্তরার ১৫ নং সেক্টরের ৪ নং রোডের পশ্চিম পাশে রাস্তার উপরে বস্তিঘরে বসবাস করে মফিজুল ও তার পরিবার। দিন আনে দিন খায়। ছোট একটি চায়ের দোকানে মাধ্যমে চলে তাদের জীবন প্রবাহ। কিছুদিন আগে মিরপুর বৃন্দাবনে একজনের অটোরিক্সার চুরিকে কেন্দ্র করে একটি নাটকের মতো তৈরি অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসী হঠাৎ করে মফিজুলের দোকানে এসে, মফিজুলকে ধরে নিয়ে যায় পার্শ্ববর্তী একটি রিক্সার গ্যারেজে। সেখানে সিসি ক্যামেরার মধ্যে মফিজুলের হাত পা বেঁধে তাকে হত্যার উদ্দেশ্যে উপর্যপুরি চাপা স্টাইলে বেদড়ক মারধর করে। তার পায়ের গোড়ালি সহ শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম হয়। এই নিরিহ লোকটিকে মারার পিছনে উত্তরার কোন এক গডফাদারের হাত রয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে মফিজুলের স্ত্রী রোজিনা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ এনেও রেহাই পায়নি ভুক্তভোগী মফিজুল। চুরি হওয়া অটোরিক্সাটির ভিডিও দেখে বিষয়টি স্পষ্ট হয় যে, এই চুরির সাথে মফিজুলের কোন প্রকার সম্পৃক্ততা নেই। তাকে মেরেই সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি, উল্টো ৩০ হাজার টাকা জরিমানা করে সম্পূর্ণ গায়ের জোরে নিরিহ এই পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অর্থ।
সন্ত্রাসীরা তাকে হুমকি প্রদর্শন করে বলে যায়, এ বিষয়ে থানা কিংবা সাংবাদিক কাউকে বললে এখান থেকে তোকে তুলে নিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলবো। উত্তরায় তোর কোন বাপ নেই যে তোকে বাঁচাবে।
বর্তমানে মফিজুলের পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। সন্ত্রাসীদের ভয়ে দিন কাটাচ্ছে। আফসোস করে মফিজুলের স্ত্রী রোজিনা প্রতিবেদককে জানায়, গরীবের আল্লাহ নেই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply