Amar Praner Bangladesh

শেরপুরে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন হুইপ আতিক

 

 

গিয়াস উদ্দিন রাসেল, শেরপুর প্রতিনিধি :

 

শেরপুরে ঈদ উপলক্ষে ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

তিনি ২০২১-২২ অর্থবছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিল থেকে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অসহায়দের ২ হাজার ও গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন ।

উক্ত অনুষ্ঠানে সদর উপজেলায় সর্বমোট ১শত ৯৩জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৪লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি প্রমুখ।