মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুরে একটি ধানখেত থেকে আবুল হাশেম উদ্দিন নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে সদর থানা-পুলিশ। নিহত আবুল হাশেম তালুকপাড়া গ্রামের মো. ছাবেদ আলী ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবুল হাসেমের দুই ছেলে-মেয়ে।
ছেলে সেনাবাহিনীতে চাকরি করে ও মেয়েকে বিয়ে দেওয়ায় আবুল হাশেম তার স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। গতকাল রোববার দুপুর তিনটার দিকে আবুল হাশেম বাড়ি থেকে বের হন খেতের সার কেনার জন্য। তবে এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
এদিকে আজ সোমবার দুপুরে তার মরদেহ তার ধানখেতের আইলের পাশে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহতের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তবে মরদেহের গায়ে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply