Amar Praner Bangladesh

শেরপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

 

 

গিয়াস উদ্দিন রাসেল, শেরপুর প্রতিনিধি :

 

শেরপু‌রে কাঁঠাল পাড়‌তে গি‌য়ে বিদ্যুৎপৃষ্ট হ‌য়ে মো. তৌ‌হিদ (১৩) না‌মে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৫ জুন রবিবার সকা‌লে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া ম‌দিনাতুল উলুম নূরানী মাদরাসায় ওই ঘটনা ঘ‌টে। তৌ‌হিদ স্থানীয় আব্দুর রাজ্জা‌কের ছেলে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, রবিবার সকালে ম‌দিনাতুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষার্থী তৌ‌হিদ কাঁঠাল পাড়ার জন্য মাদ্রাসা ঘরের টি‌নের চা‌লে উঠে। কিন্তু চা‌লের উপর দি‌য়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাই‌ন ছিল।

তৌ‌হিদ অসাবধানতাবশত চা‌লের উপরে থাকা লাই‌নে তার হাতের স্পর্শ লাগে। এ‌তে সে বিদ্যুতা‌য়িত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।