মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুরে পল্লীতে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের একটি কাঠগাছের বাগানের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। রফিকুল প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ফকির শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক রফিকুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে প্রতাবিয়া গ্রামের একটি পক্ষের সঙ্গে মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে রফিকুল ঘর থেকে বের হয়ে যান। এরপর শুক্রবার সকালে স্থানীয় এলাকাবাসী প্রতাবিয়া গ্রামের একটি কাঠগাছের বাগানে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ শুক্রবার সকাল দশটার দিকে সেখান থেকে রফিকুলের লাশ উদ্ধার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত রফিকুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলামকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply