Amar Praner Bangladesh

শেরপুরে জেলা প্রশাসক মোমিনুর রশীদের বিদায় ও সাহেলা আক্তারকে বরণ

 

 

মোঃ শামছুল হক :

 

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তারকে বরণ করে নেওয়া হয়েছে। ৩০ মে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে ওই বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ নবাগত জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওই সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।