গিয়াস উদ্দিন রাসেল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আহেদ আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের পাশে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত আহেদ আলী পার্শ্ববর্তী দিঘলদী মোল্লাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহেদ আলী পীর ও মাজারভক্ত লোক ছিলেন।
প্রায়ই তিনি বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। ৭-৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হন। তবে সোমবার রাতে তাকে কুসুমহাটি বাজারে আশেপাশে ঘুরতে দেখেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে কুসুমহাটি বাজারের পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মৃতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply