এজেড হীরা, শেরপুর-বগুড়া :
ঢাকা – বগুড়া মহাসড়কের শেরপুরের সীমাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটো রিক্সার তিন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় অটোরিক্সার আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছে এবং ৩ জনের মধ্যে একজনের অবস্হা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্হানীয় সূত্রে জানা যায়, ২২ নভেম্বর দুপুরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী ওঘাসুরিয়া গ্রাম থেকে একটি ব্যাটারী চালিত অটো রিক্সায় ৬জন যাত্রী নিয়ে চান্দাকোনা বাজারে যাওয়ার পথে পেন্টাগন হোটেলের নিকট আমতলা নামক স্থানে ঢাকা গামী যাত্রী বোঝাই আলরিয়া পরিবহন নামের একটি দ্রুত গামী বাস চাপাদিলে ঘটনাস্হলে অটোভ্যানের সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী গ্রামের মোল্লা হাজীর ছেলে আব্দুল হাই প্রাং(৬০) একই গ্রামের মৃত ইছাহাক আলীর পুত্র আলামিন (২৮) এবং ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার শিশু পুত্র শা সুলতান (৯) নিহত হয়। দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন। উদ্ধার কাজে নিয়োজিত শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন হোসেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply