Amar Praner Bangladesh

শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত

 

 

গিয়াস উদ্দিন রাশেল, শেরপুর :

বিশ্ব পানি দিবস উপলক্ষে সকালে শেরপুর কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মুহিত কুমার দেব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সামিউল হক, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ শাহজাহান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জেলা তথ্য অফিসার তাহমিনা বেগম, পানি উন্নয়ন বোর্র্ডের উপ প্রকৌশলী জেসমিন আক্তার প্রমুখ।

বক্তাগণ বলেন, ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূগর্ভস্থ পানি কমাতে হবে। এজন্য হারিয়ে যাওয়া নদী, খাল, বিল রক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ শাহজাহান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জেলা তথ্য অফিসার তাহমিনা বেগম, পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী জেসমিন আক্তার প্রমুখ।

বক্তাগণ বলেন, ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূগর্ভস্থ পানি কমাতে হবে। এজন্য হারিয়ে যাওয়া নদী, খাল, বিল রক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়।