শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:০০ অপরাহ্ন

শেরপুরে ব্রিজের নিচ থেকে নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২০ Time View

 

 

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :

 

শেরপুরে ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের পাশে একটি ছোট ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের ৫০০ গজ উত্তরদিকে অবস্থিত একটি ছোট ব্রিজের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একই সাথে লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে খবর দেওয়া হয়েছে।

নিহতের লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়