Amar Praner Bangladesh

শেরপুরে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে হুইপ আতিউর রহমান আতিক এমপি

 

 

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুরঃ

 

সড়ক ও জনপথ বিভাগের আওতায় নির্মাণাধীন শেরপুর শহরের অষ্টমীতলা-কানাশাখোলা বাইপাস সড়ক ও শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি ও পরিকল্পনা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে ওই সড়ক দুটোর নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। ওই সময় তিনি দ্রুত সময়ের মধ্যে সড়ক দুটো যথাযথ মানে নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সড়ক নির্মাণ কাজ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. খায়রুল আলম, ভাতশালা ইউপি চেয়ারম্যান মোছা. নাজমুন নাহার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।