মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুরে বাংলা একাডেমির সমন্বয়ে ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় শেরপুর জেলা প্রশাসকের আয়োজনে দুই দিন ব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাহিত্য মেলা উদ্বোধন করেন সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এসময় শিল্পকলা একাডেমির সামনে বই প্রদর্শনীর স্টল পরিদর্শন করে আলোচনা সভায় অংশ নেয়। পরে তিনি সাহিত্য মেলা উদ্বোধনী বক্তব্য রাখেন। মন্ত্রী এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানায়, শেরপুরে স্থানীয় নৃগোষ্ঠিদের জন্য একটি কালচারাল একাডেমি ভবন করা হবে। এছাড়া তিনি বাংলা একাডেমির মাধ্যমে তৃণমুলের কবি-সাহিত্যিকের নাম নিবন্ধন ও লেখক পরিচিতি তুলে ধরার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানায়।
Leave a Reply