শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:২০ অপরাহ্ন

শেরপুর গজনী অবকাশে আরও তিনটি দর্শনীয় স্থান উদ্ভোদন করেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩ Time View

 

 

 

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :

 

ভ্রমণ পিপাসুদের জন্য দেশের প্রান্তিক জেলা শেরপুরে নান্দনিক রূপে সেজেছে গজনী অবকাশ কেন্দ্র। জেলার বিস্তীর্ণ সমতল ভূমির সৌন্দর্য পিপাসু বাঙালিরা প্রায়ই অবসর সময়ে ছুটে যান গারো পাহাড়ে গড়ে ওঠা এ পর্যটন স্পটে। চিত্ত বিনোদনের জন্য এ পর্যটন কেন্দ্রে ১১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ভাসমান সেতু, ওয়াটার কিংডম, পেরাট্রবা এবং জেলা ব্র্যানডিং কর্ণার ও বিক্রয় কেন্দ্র স্থাপনার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসব নতুন রাইডার্স যুক্ত হওয়ায় গজনীর আকর্ষণ আরও বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক গজনীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এর আগে গজনী অবকাশে নির্মিত হয়েছে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক কেন্দ্র, ঝুলন্ত ব্রিজ, জিপলাইনিং ও ক্যাবলকার। যেখানে ঝুলন্ত ব্রিজ দিয়ে পাহাড়ের এক টিলা থেকে অপর টিলায় যাতায়াতের সুবিধা পাচ্ছেন পর্যটকেরা। ক্যাবলকারে চড়েও উপভোগ করতে পারছেন দুই পাহাড়ের মধ্যকার অনাবিল সৌন্দর্য। অবকাশ কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু স্থাপনা ও ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে পর্যটকদের হাঁটা-চলা করার জন্য পাহাড়ের বুক জুড়ে তৈরি সুদীর্ঘ ওয়াক ওয়ে। উঁচু পাহাড় কেটে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর জলপ্রপাত। শিশু দর্শনার্থীদের জন্য চুকুলুপি চিলড্রেনস পার্ক, গজনী এক্সপ্রেস ট্রেন, শিশুকর্ণার, দুলনা নৌকা, সুপার চেয়ার, অত্যাধুনিক দোলনা ও নাগর দোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিডি এলজি মোঃ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুক্তাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়