মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনামূলক প্রচার অভিযান পরিচালনা করেন। (২১ নভেম্বর) সোমবার শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ট্রাফিক সচেতনামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে সড়কে হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের চকলেট, রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের চকলেট প্রদান করে হেলমেট পড়ে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য উৎসাহ প্রদান করেন, জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, শেরপুর ডিআইও-১, ওসি ডিবি, টিআই-১ সহ জেলা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply