Amar Praner Bangladesh

শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

 

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুরঃ

 

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যূতের ভয়াবহ লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম,আব্দুর রহিম এর হত্যার প্রতিবাদে শেরপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহর পদক্ষিন করে পূণরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেজ আলী মামুন, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী।

এর আগে মিছিল ও সমাবেশকে সফল করতে পার্শ্ববর্তী উপজেলা,শহর এবং জেলা শহরের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে স্ব-স্ব ব্যানারে মিছিল সহকারে বিএনপি অফিসের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।