Amar Praner Bangladesh

শেরপুর জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

 

 

গিয়াস উদ্দিন রাসেল, শেরপুর সদর প্রতিনিধি :

 

শেরপুর জেলা বিএনপির কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ অগাস্ট বৃহস্পতিবার দুপুরে শেরপুর পৌর শহরের নিউ মার্কেট এলাকার একটি হোটেলের মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও মো. শরিফুল আলম।
আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি প্রভাষক এ. বি. এম মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন প্রমুখ। বর্ধিত সভায় জেলার পাঁচটি উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নির্বাহী কমিটির ক্লোসডোর সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।