মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেরপুর জেলার ৫টি উপজেলায় ২৭ হাজার ৪ শত ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত হতদরিদ্র মানুষের জন্য আরও প্রতিটি উপজেলায় অতিরিক্ত ২ লক্ষ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে।
শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন বিশ্বাস জানান, শেরপুর সদরের ১৪টি ইউনিয়ন, নকলায় ৯টি ইউনিয়ন, নালিতাবাড়ী ১২টি ইউনিয়ন, শ্রীবরদী ১০টি ইউনিয়ন ও ঝিনাইগাতী ৭টি ইউনিয়নসহ শেরপুর, নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পৃথক পৃথক ভাবে ৪শত ৯০টি করে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতার্তদের মাঝে স্থানীয় প্রশাসক ও জনপ্রতিনিধিরা স্ব স্ব এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ওই কম্বল বিতরণ করছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply