আব্দুল্লাহ আল মামুন,ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপ-বৃত্তি প্রদান করা হয়েছে। ডাঃ মোকাররম হোসেন ট্রাষ্ট ফাউন্ডেশনের উদ্দ্যেগে শনিবার গাড়াগঞ্জ বাজুখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নগদ টাকা প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ওয়াজির হোসেন। ২০১৭ সালের বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত তিনজনকে এ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের কৃষি গবেষনার প্রধান বৈঞ্জানিক কর্মকর্তা ডঃ নাজিরুল ইসলাম, মোঃ খোদাদাত হোসেন, বাজুখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন মাষ্টারসহ সকুলের সহকারী শিক্ষকবৃন্দ ও গ্রামের গন্যমান্য ব্যক্তি। ডাঃ মোকাররম হোসেন ট্রাষ্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ওয়াজির হোসেন জানান, প্রতিবৎসর গাড়াগঞ্জ বাজুখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের উপ-বৃত্তির নগদ টাকা প্রদান করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply