মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লায় জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়ি থেকে গরু চুরির সময় জামাতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বারে এমন ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে একটি গরু এবং সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ধর্মপুর এলাকার বয়সী জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘১৩ ফেব্রুয়ারি বিকেলে গ্রেপ্তার তিনজন বরুড়া একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। পরে গরুটি পার্শ্ববর্তী দেবিদ্বারে দিয়ে যাওয়ায় সময় পুলিশের চেকপোস্টে ধরা পরে।’
ওসি আরও জানান, ‘বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় রাসেলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে রাসেল তার অন্য দুই সহযোগীকে নিয়ে গরু চুরি করে। ওই গরু বিক্রি করে তারা জুয়া খেলত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply