শামীম মন্ডল :
শ্রীপুর মাটি ও মানুষের নেতা পরপর চার বার বিপুল ভোটে বিজয়ী জনপ্রিয় মেয়র দীর্ঘ দিন একটানা বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার প্রসারে দিনরাত একটানা পরিশ্রমের ফলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ অনিয়মের কারণে তার শরীর অনেকটা দূর্বল হয়ে হার্টবিট কমে গিয়ে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তার অসুস্থতার কথা শুনে বৃহত্তর শ্রীপুরের জনগণ সহ বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে নেমে আসে একটি কঠিন মুহুর্ত, সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া ও প্রার্থনা করেন।
গত শুক্রবার শ্রীপুরের মসজিদে মসজিদে চলে দোয়া ও প্রার্থনা। দলমত নির্বিশেষে তার ভালোবাসার মানুষ গুলো ছুটে আসে স্কয়ার হাসপাতালে। তাদের মধ্যে অন্যতম সংসদ সদস্য রুমানা আলী টুসী, সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান জলিল সহ গাজীপুরের আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ মহানগর কেন্দ্রীয় আওয়ামীলীগের অনেক বড় নেতাকমীরা দেখতে আসেন শ্রীপুরের মানুষের নয়নের মণি জনপ্রিয় মেয়র জনাব আনিছুর রহমান আনিছকে।
সুজলা-সুফলা-শয্যা-শ্যামলা আমার দেশের মহাবীর, মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আদর্শ উজ্জ্বীবিত নব্বই এর গণঅভ্যুত্থনের অগ্রনায়ক, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক ভিপি, সাবেক চেয়ারম্যান ও বর্তমান পৌরসভার মেয়র, জননন্দিত নেতা গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ আনিছুর রহমান আনিছ একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।
বাংলাদেশের একমাত্র মেয়র যিনি পরপর একটানা চার বার বিপুল ভোটে জনগণের বিশাল ভালবাসার সমর্থনে মেয়র নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শের আস্থাকে তুলে ধরতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে। মৃত্যুর এপারে ওপারে বেঁচে থাকে সেই সব কীর্তিত্বজন যারা লাভ করেন অনন্তের অভিধা স্বাত্ত্বিকতার অভিধা জনাব মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান এর জীবন অনন্তের স্বাত্ত্বিকের। ইনসানুল কামিল তথা মানুষের সেবা আর কল্যাণে তার অতীত-বর্তমান-ভবিষ্যৎ একই সুচাগ্রে গাঁথা হয়ে আছে থাকবে তার সহজ সরল চলাফেরা আর অহংকার মুক্ত মনের মধ্য দিয়ে।
শ্রীপুরের কৃতি সন্তান বৃহত্তর গাজীপুর সহ সারা দেশে পরিচিত সব জায়গায় প্রিয় মুখ জনাব মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান বহুমুখী ব্যাপক ও বিস্তৃত জ্ঞানের অধিকারী। গভীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, তীক্ষè মেধা, ঐশী শক্তি সম্পন্ন, বিচক্ষন-বিশ্লেষক, মানব দরদী সমাজ কল্যানকামী এই মহান পুরুষ তার পরিচ্ছন্ন, উদার ধর্ম ও সমাজ চিন্তার আলোকে সমগ্র মানব সমাজের উন্নয়ন ও আধ্যাত্মিকজীবন গঠনের মহান দায়িত্ব নিয়ে পিতা-মাতার প্রতি সন্তানের ভালোবাসার উপর গভীর সাধনায় তার সাবলীল ভালোবাসার প্রতিচ্ছবি গড়ে তুলেছেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আনিছুর রহমান। যার হাত ধরে অগণিত মুজিব সেনা তৈরী হয়েছে শ্রীপুর পৌরসভায়, বিশেষ করে শ্রীপুর উপজেলায়।
শ্রীপুরবাসী মহান আল্লাহর কাছে সবসময় দোয়া করেন আনিছুর রহমান আনিছ যেন আমাদের মাঝে একশত বছর বেঁচে থেকে আমাদেরকে সেবা দিতে পারে। মহান আল্লাহ্ তাকে সকল রোগ মুক্ত করে নেক হায়াৎ দান করুন। আমীন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply