মাসুদ রানা, শ্রীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামে একাধিক কৃষকের ধান কেটে দিলেন শ্রীপুর উপজেলা কৃষকলীগ।
দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা অগ্রযাত্রায় শ্রীপুরের শান্তি কন্যা জাতিয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ রহমত আলী এমপির যোগ্য কন্যা অধ্যাপিকা রোমানা আলী টুসির দিক নির্দেশনায় শ্রীপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্নয়ে একঝাক কৃষক ধান কেটে দিলেন একাধিক কৃষকের,
এই ধান কাটা কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন উক্ত এলাকার সাধারন মানুষ সহ কৃযক,শ্রমিক, জনতা।
শ্রীপুর উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ জয়নাম আবেদীন রানা, সাধারন সম্পাদক শহিদ সরকার ও যুগ্ন সম্পাদক আঃ হান্নান তাদের সমন্বয়ে শ্রীপুর পৌর সভা তিন (৩) নং ওয়ার্ডের কৃষক তাইজুল ইসলাম ও মোহাব্বত আলীর সর্বমোট পাঁচ (৫) বিঘা জমির ধান কেটে সুধন করে ঘরে তুলে দেন উপজেলা কৃষকলীগ।
সে সময় উপজেলা কৃষক লীগের সমন্বয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত থেকে যারা ধান কাটা কাজে সহায়তা করেছেন তারা হলোঃ
শেখ জাকির হোসেন- সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগ,শেখ মনির হোসেন- সাধারণ সম্পাদক বরমী ইউনিয়ন কৃষক লীগ, মোঃশহিদুল ইসলাম শহিদ- সভাপতি ও সামসুল হক-তেলিহাটী ইউনিয়ন কৃষক লীগ, সাইদুল কবির – সভাপতি ও সজিব ভুইয়া সাধারণ সম্পাদক – শ্রীপুর পৌর সভা কৃষকলীগ,মোঃ তোফায়েল হোসেন ও ফিরোজ মিয়া গোসিংঙ্গা ইউনিয়ন কৃষকলীগ,কবির হোসেন পালোয়ান ও মাহবুব আলম সাধরন সম্পাদক রাজাবাড়ী ইউনিয়ন কৃষক লীগ,এবং লিটন মিয়া সাধারন সম্পাদক গাজীপুর ইউনিয়ন কৃষকলীগ।
দেশরত্ন শেখ হাসিনার আস্থা ভাজন সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসির রাজনৈতিক দিক নির্দেশনায় শ্রীপুর উপজেলা কৃষক লীগের সমন্বয়ে সেবা মুলক এমন কর্মসূচিকে সাধুবাদ সহ ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী, কৃষক, শ্রমিক,
জনতা সহ সর্ব মহল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply