ইমরান হাসান, শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক কৃষক পরিবারের বসত বাড়ী প্রভাবশালীরা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় কৃষক পরিবার ভাংচুরে বাধা দেয়ায় গৃহকত্রিকে পিটিয়ে আহত করেছে। শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কৃষক মৃত আলী হোসেনের স্ত্রী ছালেমন বাদী হয়ে বুধবার দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, ছালেমন তার পৈত্রিক সূত্রে পাওয়া ৭ গন্ডা জমিতে অর্ধ শতাধিক বছর ধরে বসত বাড়ী নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। একই এলাকার ছব্বত আলীর পুত্র মোফাজ্জল, তোফাজ্জল, সাখাওয়াত হোসেন ও তাদের সহযোগীরা ছালেমনের ওই বসত বাড়ী উচ্ছেদ করে জবর দখল করার চেষ্টা করছে। শনিবার মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কৃষকের বসত বাড়ী ও রান্না ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে। ভাংচুরে বাধা দেয়ায় ছালেমন নেছাকে বেধড়ক লাঠিপেটা করে আহত করে। ছালেমনের পুত্র শহিদ মিয়া জানান, আমরা ৬টি পরিবারের প্রায় অর্ধ শতাধিক নিরীহ ও প্রতিবন্ধী মানুষ গত ১’শ বছরেও পানি ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আমরা বিদ্যুৎ সংযোগ দিতে গেলে প্রভাবশালীরা বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দেয়। আমাদের যে জমিটুকু আছে তাও আবার দখল করে নিতে চায়। এ ব্যাপারে অভিযুক্ত মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বৈধ কাগজপত্রে জমির মালিক থাকার পরও তারা দীর্ঘদিন ধরে জোরপূর্বক আমাদের জমি দখল করে রেখেছে। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply