মুজাহিদুল ইসলাম, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টায় উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে র কাশেম দপ্তরির বাড়িতে রুহুল আমিন(২১) এর নববিবাহিত স্ত্রী তানিয়া আক্তার(১৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। টেপিরবাড়ি গ্রামের মোঃ কাশেম আলীর বাড়ির ভাড়াটিয়া তানিয়া আক্তারের মা মোঃ শাহানাজ বেগম (৩৩) জানান, আজ শনিবার সকাল ৯টায় বাড়ির মালিক কাশেম আলী বলেন, আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, মেয়ে টেপিরবাড়ি গ্রামের বেহালা টেক্স এ চাকুরী করতো, কারখানায় চাকুরীর সুবাদরুহুল আমীনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় ২মাস আগে তারা না বলে পালিয়ে যায়, এরপর গঁফরগাঁও থানায় ধরা পরে, ঐ সময় আমরা রুহুল আমীনের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়ের উপযুক্ত বয়স না হওয়ায় বিয়ে দেয়া সম্ভব হয়নি। পরে তাঁদেরকে গাজীপুর কোডের মাধ্যমে বিয়ে দেয়া হয়। আমার মেয়ে এবং জামাই রুহুল আমীন একসাথে বেহালা টেক্সেই চাকুরী করতো। ২মাস যাবৎ মেয়ের বেতনের প্রায় অর্ধেক টাকাই মেয়ের বাবাকে দিয়ে দিত। এই বিষয় নিয়ে ঝগড়া করে আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন (পিওর) এ বিষয়ে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা আত্বহত্যা। শ্রীপুর থানা এস.আই জামিল হাসান রাশেদ জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটা রহস্যজনক বলে মনে হয়েছে,পোস্টমটাম রিপোর্টের পাওয়ার পর জানা যাবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply