শ্রীপুর প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী, এমপি, গাজীপুরের কিংবন্তী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রহমত আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার রহমত আলী ভবনের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগে র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ও অধ্যাপিকা রোমান আলি টুশি এমপি ,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মো : আনিছুর রহমান (আনিছ), সাবেক সচিব মাহমুদ হাসান মুকুল, জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যান মাওনা ইউনিয়ন পরিষদ,
বীর মুক্তিযোদ্ধা জেড আই জালাল উদ্দীন, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক, জেলা পরিষদ সদস্য আবদুস ছালাম।
এছাড়াও শোক প্রকাশ করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply