মুজাহিদুল ইসলাম-শ্রীপুর প্রতিনিধিঃ
সবুজ শ্যামল শ্রীপুর গড়ার লক্ষ্যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ৩০মিনিটে একযোগে দুই লক্ষ গাছের চারা রোপন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা এগারটায় পূর্বে ঘোষিত তারিখ অনুযায়ী শ্রীপুর উপজেলা প্রশাসন চত্ত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্ভোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা (ভুমি) সহকারী কর্মকর্তা মাসুম রেজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্নাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০২১ বাস্তবায়নে জন্য ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রহমত আলীর অভিপ্রায়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় “শ্যামল শ্রীপুর” গড়তে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও শ্রীপুর বনবিভাগের সহযোগিতায় গত এক মাস যাবৎ সার্ভে করে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, রাস্তার ধারে গাছ লাগানোর স্থান নির্বাচন ও গত দুই দিন যাবত বিতরণ সম্পন্ন করে মঙ্গলবার সকালে ৩০মিনিটে একযোগে উপজেলায় বিভিন্ন জাতের দুই লক্ষ গাছের চারা রোপন করা হয়।
পরে দুপুর বারটায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩তিন ব্যাপী ফলজ বৃক্ষমেলা উদ্ভোধন করা হয়।
এতে বিভিন্ন ফলদ বৃক্ষের প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply