মাহবুব আলমঃ
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমা মোস্তারী এ অভিযান পরিচালনা করেন।
গাজীপুরের শ্রীপুরে মাস্ক না পরায় অভিযান চালিয়ে ৩৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মাস্ক না পরে প্রকাশ্যে বের হওয়ার অপরাধে কয়েক জন পথচারী ও দোকানদারকে মোট ৩৫০০ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমা মোস্তারী জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।
এ বিধান অমান্য করায় পথচারী সহ বিভিন্ন দোকানে মোট ৩৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য ২০০ মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এ অভিযান চলমান থাকবে এবং মাস্ক পড়া নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চলাকালে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply