(প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে মেয়র আনিছুর রহমান আনিছের বলিষ্ঠ ভূমিকা, শ্রীপুর নিয়ে তার মহাপরিকল্পনা বাস্তবায়নে পৌরবাসীর ভালবাসার বিস্ফোরণে মামা-ভাগ্নের এ বিজয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার নতুন প্রত্যয়ে আগামী দিনের শ্রীপুরের স্বপ্ন হবে বাস্তব, এমনটাই প্রত্যাশা ছিল সবার।)
মাহবুব আলম :
চতুর্থবারের মতো বিজয়ী মেয়র আনিছুর রহমান আনিছ এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ প্রধান মামা ভাগ্নে। তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে কাজের সততা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উজ্জ্বল কর্মের দৃষ্টান্ত প্রতিফলন ঘটিয়েছে জনগণের ব্যাপক ভালবাসা ও তাদের ভোটের মাধ্যমে এসেছে এ বিজয়। গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন।
বেসরকারি ফলাফলে আনিছুর রহমান পেয়েছেন ২৩ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাড. কাজী খান পেয়েছেন ১০ হাজার ৯৬ ভোট। অন্যদিকে ২ নং ওয়ার্ডে মাসুদ প্রধান ১৩২৭ ভোট পেয়ে পাঞ্জাবী প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমান উল্লাহ্ ল্যাম্পবাতি পেয়েছে ৯১৩ ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) শ্রীপুর উপজেলা পরিষদের হলরুমে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এ ফল ঘোষণা করেন। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলরা হলেন- ১নং ওয়ার্ডে দারা মন্ডল, ২ নং ওয়ার্ডে মাসুদ প্রধান, ৩ নং ওয়ার্ডে আ. সাহিদ সরকার, ৪ নং ওয়ার্ডে কামরুল মন্ডল, ৫ নং ওয়ার্ডে রমিজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডে হাজী কামাল হোসেন, ৭নং ওয়ার্ডে মো. হাবিবুল্লাহ, ৮ নং ওয়ার্ডে আলী আসগর ও ৯ নং ওয়ার্ডে আমজাদ হোসেন। সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ ওয়ার্ডে নাজমা বেগম, ৪, ৫ ও ৬ ওয়ার্ডে বুলবুলি এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আফরোজা বেগম বিজয়ী হয়েছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply