Amar Praner Bangladesh

শ্রীপুর তেলিহাটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত

 

 

শামীম মন্ডলঃ

 

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার সকালে তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

তেলিহাটি ইউনিয়ন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি এ সভার আয়োজন করেন।

কমিটির সভাপতি ও তেলিহাটি ইউনিয়ন আ. লীগের সাবকে সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সাত্তার আবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। আরও বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ. জলিল, আ. লীগ নেতা আহসান উল্লাহ, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কমরউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ।

এ সময় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।