মোঃ মাহবুব আলমঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ (৪৫) বুধবার (৯ ডিসেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শ্বাসকষ্টসহ করোনা পজিটিভ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। শহিদুল্লাহ শহিদ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।
শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গত প্রায় ১৫দিন আগে তিনি শ্বাসকষ্ট ও করোনা পজেটিভ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সবশেষ তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা রিটার্ণিং কর্মকর্তার কাছে নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। বাদ এশা মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে।
নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ ছাড়াও আওয়ামী লীগ থেকে আনিছুর রহমান আনিছ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ফরহাদ আহমেদ মোমতাজী মেয়র প্রার্থী হয়েছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, যে প্রার্থী মারা গেছেন তিনি যে পদে ছিলেন কেবলমাত্র ওই পদের নির্বাচন আইন অনুযায়ী স্থগিত হয়ে যাবে। তবে অন্যান্য পদসমূহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রার্থীর মৃত্যুর খবর শুনে তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলে পরে সংশ্লিষ্ট পদে নির্বাচন স্থগিতের গণবিজ্ঞপ্তি জারি করবেন বলেও জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply