মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর :
শেরপুরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই অটোচালকের নাম মোশারফ হোসেন (৪৩)। তিনি উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোশারফ বেশিরভাগ সময় রাতে অটোরিকশা চালাতেন। রোববার রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর সোমবার দুপুরে তার মোবাইল নম্বর থেকে কুড়িকাহনিয়া বাজারের একটি দোকানে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আজ সকালে ডোবাতে অজ্ঞাত একজনের মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে। পরে স্বজনরা শনাক্ত করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply