মোঃ শামছুল হক :
৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুর (র্যাব – ১৪) শ্রীবরদী উপজেলার ভারেরা ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির সামনের রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কুরুয়া আবুল কাসেম তালুকদারের ছেলে মোঃ রুহুল আমিন (৩২)আরেকজন হলো ভারেরা এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে বিল্লাল হোসেন।
র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের মাধ্যমে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীবরদী উপজেলার ভারেরা ক্ষুদ্র সমবায় সমিতির সামনের রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।এবং তাদের কাছে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করে।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
জামালপুর র্যাব-১৪ সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আতিকুজ্জামান বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তাদের কাছে জানা যায়,তারা দীর্ঘদিন যাবত শেরপুরে বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ক্রয় বিক্রয় করে আসছে।
তবে এমন ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।