Amar Praner Bangladesh

শ্রীবরদীতে শিলা বৃষ্টি ও ঝড়ের কারণে ভাঙলো কৃষকের স্বপ্ন

 

মোঃ শামছুল হক :

 

শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন এলাকায় ভয়াবহ শিলা বৃষ্টি এবং ঝরের আভাস ঘটে, এতে প্রায় ৯৯% কৃষকের সোনার ফসল ও সবজি মাটির সাথে মিশে গেছে। কয়েক দিন পরেই কৃষকদের সোনার ফসল মাঠ থেকে ঘরে নিয়ে যাওয়ার কথা তা আর হলোনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তৃর্ণ সবুজ ধান ক্ষেত এখন মাটিতে মিশে রয়েছে। স্থানীয় কৃষকরা জানায়, সহায়-সম্বল খরচ করে, রাত দিন পরিশ্রম করে বোরো আবাদ করে ফসল ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষকরা। কিন্তু মুহুর্তেই যেনো সেই সোনালী স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেলো। কৃষকরা আরও বলেন, আমাদের সব শেষ, ঋন করে ধানগুলো লাগিয়েছিলাম, ধানও ভালো হয়েছিল। কিন্তু একদিনের মধ্যে সব আবাদি ফসল শেষ হয়ে গেলো।

রাতের যে ভয়াবহ শিলা বৃষ্টি ও ঝর হয়ে গেছে, ততোক্ষণই এক ঝাক সাংবাদিক মিলে সকালে শ্রীবরদীর বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখেছি যে,খড়িয়া কাজিরচর, কুড়িকাহিনীয়া, ঘোসাইপুর, গড়ঝরউপরা, ভেলুয়া, শ্রীবরদী, এসব ইউনিয়নে ভয়াবহ শিলা বৃষ্টি ও ঝর হয়ে গেছে। কৃষকদের শুধু আবাদি ফসলি নষ্ট হয়নি, তাদের কারো কারো ঘরবাড়ি, গাছ পালা ভেঙে গিয়েছে। এতে সাধারণ জনগন খুব ক্ষতি গ্রস্ত হয়েছে।