Amar Praner Bangladesh

শ্রীবরদী ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা প্রদান

 

 

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুরঃ

 

শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার শ্রীবরদীর ঐতিহ্যবাহী এ পি পি আই উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুর রউফ রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগর।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও নিলুফা আক্তারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়। ওইসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।