Amar Praner Bangladesh

শ্রীবরদী উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

 

মোঃ শামছুল হক শ্রীবরদী -শেরপুর :

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রীবরদী উপজেলা বিএনপি। ১৩ জুন সোমবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল।

এ সময় বক্তারা বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ তা ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সয়াবিন তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। তাই বক্তারা গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন এবং মূল্য কমানোর জোর দাবি জানান।

শ্রীবরদী শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ানউল্লাহ, এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভন শাহরিয়ার রাফি প্রমুখ।

সমাবেশের আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয় প্রতিনিধি, সৈয়দ শাকিল আহাম্মেদ।