স্পোর্টস ডেস্ক:
আজ স্টার সানডের প্রার্থনা চলাকালীন সময়ে গোটা শ্রীলঙ্কাজুড়ে ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় নিহত হয় দুই শতাধিক মানুষ। ২০০৯ সালে এলটিটিইর বিরুদ্ধে সরকারী বাহিনীর রক্তক্ষয়ী হামলার পর শ্রীলংকার ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।
নিন্দিত এ ঘটানাটি নাড়া দিয়ে গেছে গোটা বিশ্বকে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে সবাই শোকের সাথে চরম ক্ষোভ জানাতে থাকে। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তারা শোক জানিয়েছেন নিজস্ব টুইট বার্তায়।
এক টুইটে শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, শ্রীলঙ্কার সবার জন্য এটা অনেক শোকের দিন। ১০ বছর পর আমরা আবার নিরীহ লোকজনের উপর ভয়াবহ হামলা দেখলাম। শোক জানাচ্ছি; যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য প্রার্থনা। আমাদের এখন ঐক্যবদ্ধ ও শান্ত থাককে হবে।
এক টুইটারে বিরাট কোহলি লিখেছেন, শ্রীলঙ্কার এই খবরে স্তম্ভিত। বিয়োগান্তক এই ঘটনার শিকার সবার জন্য প্রার্থনা।
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লিখেছেন, প্রিয় মানুষ হারানো পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা। কী ভয়াবহ কাজ! খুবই শোকাগ্রস্থ।
বাদ যাননি আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাও। নিজস্ব টুইটারে রোহিত লিখেছেন, শ্রীলঙ্কার জন্য প্রার্থনা। কী সুন্দর দেশ
সূত্র :বাংলা24.com
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply