মীর আবু বকরঃ
সাতক্ষীরায় লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্ট -৩ অগ্রগতি ও অর্জন বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্হানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উদ্দোগে পায়াকট্ বাংলাদেশ বাস্তবায়নে গতকাল সকাল ১০ টা সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোঃ আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল গনি, কৃষি কর্মকর্তা প্লবনী সরকার, ইসলামিক ফাউন্ডেশনের আছাদুল্লাহ, এলজিএসপির ডিসট্রিক্ট ফেসিলিটির পলাশ কুমার, ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরী, চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ,চেয়ারম্যান লুৎফর রহমান, চেয়ারম্যান কবির হোসেন মিলন, চেয়ারম্যান আজমাল হোসেন, চেয়ারম্যান মোস্তফা কামাল, চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড বেশিরভাগ সম্পাদন করেন এলজিএসপির।
প্রকল্পটি নারীর ক্ষমতায়ন নাগরিক সুযোগ-সুবিধা ও গ্রামীণ দারিদ্রহ্রাস ক্ষেত্রে প্রশংসনীয়। এলজিএসপি স্থানীয় সরকার প্রতিষ্ঠায় শক্তিশালী করন সক্ষমতা বৃদ্ধি ও টেকসইকরনে কাজ করছে। স্থানীয় সরকারের গৃহীত উন্নয়ন স্কিম সমূহ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমেছে। ইউনিয়নের কাজ স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে করলে ভালো হয়। সকল কাজে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply