বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন

সন্ত্রাস-মাদক-অপরাধ নির্মূলে বনানী থানার প্রশাসন সর্বদা প্রস্তুত : ওসি নুরে আজম মিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬ Time View

 

 

হাবিব সরকার স্বাধীন :

 

রাজধানীর বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া একজন সফল ও ভালো মনের মানুষ। তিনি বনানী থানায় যোগদানের পর থেকে নিজ যোগ্যতা ও দক্ষতার সাথে অপরাধীদের সাথে লড়াই করে চলেছেন। কড়াইল বস্তি নামটি শুনতে মানুষ আতঙ্কে চুপ হয়ে যায়। ওসি নুরে আজম প্রতিটি মানুষের উদ্দেশ্যে বলেন, কর্ম করুন ফ্যাসাদ নয়, সমঝোতা বিশ্বাসী মিলেমিশে কাজ করুন একসাথে পথ চলুন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষ মানুষের জন্য। মানুষ আমরা সবাই ভাই ভাই। এমনভাবে মানুষকে বুঝিয়ে ভালো পথে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরোও বলেন, সন্ত্রাস মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলুন। এলাকার মানুষকে বুঝিয়ে যতটুকু সম্ভব একসাথে চলাফেরা করুন এবং মানুষকে ভালো পরামর্শ দিন।

দীর্ঘ অনুসন্ধানে- বনানী, টিএনটি, কড়াইল মহাখালী, চেয়ারম্যান বাড়ি,আমতলী, ওয়ারলেস গেইট, টি.বি. গেইট, দক্ষিন পাড়া, নিকেতন সহ সচেতন সাধারণ এলাকাবাসীর মন জয় করেছে তিনি। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন।

বনানী থানায় যোগদানের পর থেকে অত্র থানার আওতাভুক্ত এলাকায় খুন, মাদক-চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী-তাণ্ডব, টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম্য আগের তুলনায় অনেকটা কমে এসেছে। পুলিশী সেবা গ্রহীতাদের এখন আর দূর্ভোগ পোহাতে হয় না থানায় এলে। মাদক নির্মূল, সন্ত্রাস এবং জঙ্গীবাদ বিরোধী অভিযানে অবিরাম ভূমিকা রাখছেন বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া। তাকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে পাশে আছেন পুলিশের দক্ষ কর্মকর্তা বনানী থানার ওসি (তদন্ত) শেখ সোহেল রানা এবং ওসি (অপারেশন) সাইয়ান ওয়ালিউল্লাহ সহ কিছু অফিসার ও পুলিশ সদস্য।

ধনী-গরীব সবার জন্য থানার দরজা সব সময় উন্মুক্ত রেখেছেন ওসি নুরে আজম মিয়া। সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করছেন তিনি।

রাজধানীর বনানী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেখা যায়, সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন ওসি নূরে আজম মিয়া। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগের তুলনায় আমরা এখন সর্বদা পুলিশের সহযোগিতা পেয়ে থাকি। ওসি নূরে আজম প্রমাণ করেছেন পুলিশই জনতা, জনতাই পুলিশ।

নূরে আজম মিয়া বলেন, ‘মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। আমার দায়িত্বে যতদিন আছি, ততদিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাবো। যাতে করে মানুষ শান্তি ও স্বস্তিতে থাকতে পারে।’ তিনি বলেন, ‘আমি মানবতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করতে চাই। কেউ যদি কোথাও ধর্ষণ, সন্ত্রাসী, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই করে আর সে ঘটনা যদি পুলিশকে জানানো হয় তাহলে তথ্য দাতার পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

বনানী থানার ওসি নূরে আজম মিয়া তিনি আরোও বলেন, পূর্বের যে কোন সময়য়ের চেয়ে বনানী থানা এলাকায় অপরাধ প্রবনতা কমে গেছে। তবুও কারো কোন অভিযোগ থেকে থাকে প্রমাণ সহকারে আমাদের সামনে নিয়ে আসুন। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব, কর্মক্ষেত্রে ভুল থাকতেই পারে। যেখানে ভুল সেখান থেকে শিক্ষা নেওয়া। আগের তুলনায় বর্তমান অপরাধমূলক কর্মকাণ্ড নির্মাণ করেছি এটা আমাদের বিরাট সাফল্য।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়