শারমিন আক্তার স্বর্না :
সন্ধা হলেই কামার পাড়া থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত থাকে ট্রাক-লরির সারিবদ্ধ জ্যাম । এর মধ্যে চলে ছিনতাই – হাইজ্যাক। রাস্তার দুই পাশে আছে অবৈধ বসতি, বিভিন্ন দখলদারদের স্থাপনা। নিরাপদে অপরাধীরা অপরাধ সংগঠিত করে পালিয়ে যেতে সক্ষম হয় । সারীবদ্ধ গাড়ির ফাক ফোকরে দৌড় দিলেও দেখা যায় না কোথায় গেল। গাড়ির হেলপার – কন্ট্রাকটার আর ড্রইভারদের গাজা খাওয়ার আর বেচা বিক্রির অভয় অরন্য এসব এলাকা। যদিও রাত বারোটার আগে বড় গাড়ি বিশেষ করে ট্রাক – লরি শহরে প্রবেশ করার নিয়ম না থাকলেও সন্ধা হলেই গাড়ির ড্রাইভাররা হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীকে উৎকুচ দিয়ে কে কার আগে গন্তব্যে পৌছাতে পারবে বলে প্রতিযোগিতা করে । ফলে বিশাল আকারের যানজটের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় লোকজন অনেকবার বিভিন্ন পর্যায়ে জানালেও কেউ কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেন ভুক্তভোগী সাধারণ জনগন ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply