রূপসা প্রতিনিধিঃ
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের নির্বাচন বুধবার পূর্ব রূপসাস্থ মাঝি পাড়ায় অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
সহকারী নির্বাচন কমিশন ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, রূপসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফ ম আঃ সালাম, রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, সেলিম মোল্লা, আঃ গফুর খান, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, রিনা পারভীন, আশিষ রায়, মামুন শেখ, হামিদ খান ভাসানী, নাজির হোসেন প্রমূখ।
নির্বাচনে সভাপতি পদে মোঃ রেজা ব্যাপারী ছাতা প্রতিক নিয়ে ১০০ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হায়দার মাতুব্বর প্রজাপতি প্রতিক নিয়ে ৪১ ভোট পেয়েছেন।
সহ সভাপতি পদে আইয়ুব আলী ফকির উড়োজাহাজ প্রতিক ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা জোমাদ্দার খেজুর গাছ প্রতিক ৫২ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন ব্যাপারী হারিকেন প্রতিক নিয়ে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারেজ হাওলাদার আনারস প্রতিক ৬৭ ভোট পান।
সহ সাধারণ সম্পাদক পদে শাহাদাত মুনশী বাইসাইকেল প্রতিক নিয়ে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন শেখ ঘোড়া প্রতিক ৫৩ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে ফজর ব্যাপারী গোলাপ ফুল প্রতিক নিয়ে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকন হাওলাদার হাতি প্রতিক ৪৬ ভোট পান। কোষাধ্যক্ষ পদে ইব্রাহিম শিকদার কুঁড়ে ঘর প্রতিক নিয়ে ৫৫ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দবির ব্যাপারী বই প্রতিক ৪৪ ভোট পান। প্রচার সম্পাদক পদে মোঃ আমীর টেবিল প্রতিক ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহব্বত ব্যাপারী ট্যাক্সি প্রতিক ৬৫ ভোট পান। সদস্য পদে শামীম ব্যাপারী জাহাজ প্রতিক ৮৬ ভোট, রেজাউল শেখ হাঁস প্রতিক ৫৫ ভোট, কামরুল ইসলাম আম প্রতিক ৫৪ ভোট, মিন্টু শেখ মিনার প্রতিক ৪২ ভোট , শুকুর হাওলাদার ডাব প্রতিক ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply