ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাইলধরা বাজারে সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উন্দাইল ও ঘাটা গ্রামবাসীর মাঝে এক সংঘর্ষের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষ চলার পর নান্দাইল মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তী সময় সংঘর্ষে অংশগ্রহনকারি উন্দাইল গ্রামের জনৈক আব্দুল আজিজের পুত্র শহীদ মিয়া(৪০)মৃত্যু বরন করে।নিহত শহীদের স্বজনদের দাবী প্রতিপক্ষের রেলের পাথরের আঘাত তার ঝুলিতে লাগলে তার মৃত্যু হয়।অপর দিকে ঘাটা গ্রামের লোকজনের দাবী শহীদ স্ট্রোক করে মৃত্যু বরন করেছে।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানা ওসি মনসুর আহম্মেদর সাথে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি জানান,শহীদ নামে একজন মারা গেছে তবে তাঁর শরীরে কেনো আঘাত নেই।ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে।লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
পোস্টমর্টেম রিপোর্ট আসলে মামলা রুজু করা হবে।সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।তাদেরকে নান্দাইল ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply